• প্রতিষ্ঠান সম্পর্কে
  • সাতক্ষীরা জেলার সদর  উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৪নং ঘোনা  ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক বিদ্যালয়টির  প্রতিষ্ঠাতা মো: খোশলাল ঢালী ও তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি  আর মেধা দিয়ে সহযোগীতা করেন মাষ্টার সাদেক আলী, গুরুচরণ ঘোষ,অন্নদা চরননাথ,ডা: রুহুল আমিন, নিমাই চরন ঘোষ,কালিপদঘোষ,সাধন চন্দ্র গাইন,ইবাদার সরদার,,মো: আকবর আলী ঢালী (বাশদহা), আয়েনউদ্দীন গাজী,ডা: নুরুল হক, রজব আল সরদার, সচীন দেবনাথ,আবুল খায়ের(চেয়ারম্যান ,আলিপুর ইউনিয়ন),ইসাহক আলী মাষ্টার ,ডা: গোলাম রসুল প্রমুখ।   অত্র “ঘোনা” ইউনিয়নের  নামে নামাংকিত “ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি” উপজেলার ৪ নং ঘোনা ইউনিয়নের ছনকা নামক স্থানে ০২/০১/১৯৫৪ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।

    • সভাপতির বাণী
  • মোঃ ফজলুর রহমান
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মোঃ হাসানুর রহমান
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology